ঈদকে কেন্দ্র করে ভিড় বাড়ছে বিপণিবিতানগুলোতে। আর এ সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোর চক্রের তৎপরতাও বেড়েছে। তেমনি বন্দর নগরী চট্টগ্রামে একটি সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন, গ্রেফতারের সময় তাদের বাসা থেকে চুরি করা শাড়ি, প্যান্ট, জুতা ও কসমেটিকস উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, নগরীর বিভিন্ন মার্কেটে ক্রেতা সেজে ভিড়ের মাঝে বিভিন্ন বিপণিবিতান থেকে এসব পণ্য চুরি করে তারা। পরে তারা এসব পণ্য অন্য জায়গায় বিক্রি করে।