

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৬ হাজার ২২৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে করোনায় মোট ২ হাজার ৯৬৫ জনের মৃত্যু হলো।
সোমবার (২৭ জুলাই) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ১২ হাজার ৮৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪১৭ টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮০১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।
এক নজরে বাংলাদেশের করোনা পরিস্থিতি:
- মোট আক্রান্ত: ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।
- মারা গেছেন: ২ হাজার ৯৬৫ জন।
- মোট সুস্থ: ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন।
- মোট নমুনা পরীক্ষা: ১১ লাখ ২৪ হাজার ৪১৭ টি।
গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।