

ফ্লাইট চলাচল বন্ধ থাকার মধ্যেই শুক্রবার উড়োজাহাজ ভাড়া করে যুক্তরাজ্যে গেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, একটা স্পেশাল ফ্লাইট ভাড়া করে তারা যুক্তরাজ্যে গেছেন। এম মোরশেদ খান ও তিনি (সোহেল এফ রহমান) দুইটা ফ্লাইট ভাড়া করেছিলেন। একটাতে এম মোরশেদ খান গেছেন, আরেকটায় সালমান এফ রহমানের বড় ভাই (সোহেল এফ রহমান) গেছেন।
পারিবারিক একটি সূত্র বলছে, লন্ডনে সোহেল এফ রহমানের মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আছেন। করোনাভাইরাস সংকটে তার পাশে থাকতেই সোহেল এফ রহমান এবং তার স্ত্রী বিমান ভাড়া করে গেছেন।
সালমান এফ রহমানের বেয়াই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানও বৃহস্পতিবার ভাড়া করা একটি বিমানে স্ত্রীসহ যুক্তরাজ্যে গেছেন।