মিয়ানমার নেত্রী অং সান সু চি দেশটির সংকটপূর্ণ উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য পরিদর্শন করেছেন। দেশটির এক কর্মকর্তা একথা জানান।
সেনা নির্যাতনের মুখে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রোহিঙ্গারা রাখাইন থেকে পালাতে শুরু করার পর এই প্রথমবারের মতো বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছেন। খবর এএফপি’র।
সরকারি মুখপাত্র জ’হাতাই বলেন, ‘স্টেট কাউন্সিলর এখন সিটুয়েতে আছেন। দিনব্যাপী সফরে তিনি মুংডু ও বুথিডুয়াংয়েও যাবেন।’
উল্লেখ্য, এ দুটি স্থানই সহিসংতার প্রাণকেন্দ্র।
তবে অঘোষিত এ সফর নিয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেন নি।
মন্তব্য করুন
comments