X

ঢাকায় টম ক্রুজের ‘দ্য মামি’

১৯৯৯ সালে মুক্তি পাওয়া পর্দা কাঁপানো হলিউড ব্লকবাস্টার সিনেমা ‘দ্য মামি’ আবার নতুন আঙ্গিকে দর্শকদের সামনে আসছে। সিনেমার গল্পে দেখা যাবে, মরুভূমির তলদেশে একটি গভীর সমাধিকক্ষে একজন প্রাচীন নারীকে সমাধিস্থ করে রাখা হয়েছে, যিনি ফারাওদের যুগের এক হতভাগ্য রাজকন্যা। একসময় তার স্বপ্ন অন্যায়ভাবে তার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল। হয়েছিল জীবন্ত কবর।

যদিও সবাই মনে করেছিল তার সমাধিটি নিরাপদেই আছে, কিন্তু বহু বছর পরে পিরামিডের ঘুম থেকে হঠাৎ তিনি জেগে উঠেছেন। জেগে উঠেই পৃথিবীর প্রতি নিজের ক্ষোভকে অভিশাপে রূপান্তরিত করেছেন। এমনই রোমাঞ্চকর ঘটনার মধ্য দিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি।

‘দ্য মামি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। এছাড়াও অভিনয় করেছেন রাসেল ক্রো, অ্যানাবেল ওয়ালিস, সোফিয়া বাউতেলা প্রমুখ।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন জন স্পেইটস। পরিচালনা করেছেন অ্যালেক্স কার্টজম্যান।

মন্তব্য করুন

comments

Comments are closed.