চট্টগ্রামে আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় অস্ত্র মামলার এক আসামি পালিয়ে গেছে।
সোমবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলা আদালত এলাকা থেকে ওই আসামি পালিয়ে যান।
পলাতক আসামির নাম রশিদ মামুন (২২)। তাকে রবিবার (১ এপ্রিল) একনলা বন্দুকসহ গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছিলো বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (আদালত) এইচ এম মশিউর রহমান।তাকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
মশিউর রহমান বলেন, ‘হাজতখানা থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিদের গাড়িতে তোলা হচ্ছিলো। এ সময় রশিদ মামুন পালিয়ে যায়। কীভাবে সে পালিয়ে গেলো, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কর্তব্য পালনে গাফেলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পালানোর সময় আসামি মামুনের হাতে হ্যান্ডকাফ পরানো ছিল না বলেও জানান মশিউর রহমান।
মন্তব্য করুন
comments