পটিয়ার কলেজবাজার এলাকায় বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রিদোয়ান (৪০) ও ছোটন (২৫)।
জেলা পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’