কুতুপালং ও বালুখালী ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে চলে আসা তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) ভোরে নগরীর হালিশহরের শান্তিবাগের রঙ্গিপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়।ক্যাম্প থেকে পালিয়ে নগরীর হালিশহর এলাকায় তারা চাকরির খোঁজ করতে এসেছিলো বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃতরা হলো, উখিয়ার কুতুপালং ক্যাম্পের মুছা আলীর ছেলে আজিম উল্লাহ (৪০), বালুখালী ক্যাম্পের নছি উল্লাহর ছেলে আনিছ উল্লাহ (১৭) ও এরশাদ উল্লাহর ছেলে এনায়েত উল্লাহ (১৬)।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রঙ্গিপাড়া থেকে তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা চাকরির খোঁজে সপ্তাহখানেক আগে ক্যাম্প থেকে পালিয়ে শহরে এসেছে। এর মধ্যে একজনের কাছে ক্যাম্পের আইডি কার্ড আছে।
তাদের আত্মীয়-স্বজনদের ক্যাম্পে রেখে শহরে এসে চাকরির করার পরিকলপনা ছিল বলেও জানান তিনি।