নগরীর বায়েজিদ এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুর নবী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার নগরীর বায়েজিদ থানায় মামলা করা হলে পুলিশ নুরনবীকে গ্রেফতার করে।।নুর নবী বায়েজিদ থানার চন্দ্রনগর শ্যামল ছায়া আবাসিক এলাকার বাসিন্দা।
ধর্ষিত কিশোরী তার স্ত্রীর বোনের মেয়ে। ১০ বছর আগে মেয়েটির মা মারা যাওয়ার পর থেকে সে খালার সাথেই থাকতো।গ্রেপ্তার নুর নবীকে সে বাবা বলে ডাকতো।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ওসি আবুল কালাম জানান, মেয়েটির মা ১০ বছর আগে মারা যায়। তারপর তিন বছর বয়স থেকে সে খালার সঙ্গেই থাকে। মেয়েটি তার খালু নুর নবীকে বাবা এবং তার খালাকে মা বলে ডাকে।
মেয়েটির অভিযোগ তার পালক বাবা নুর নবী দীর্ঘদিন ধরে তাকে যৌন নিপীড়ন করে আসছিল। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করে।
মেয়েটি পুলিশকে জানিয়েছে, যৌন নিপীড়নের বিষয়টি সে তার খালাকে না জানালেও তার সহপাঠীদের জানিয়েছিল।বর্তমানে সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করছে বলে জানিয়েছে পুলিশ।
মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরিক্ষা করানো হবে বলে জানান ওসি।নুরনবীকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
comments