চট্টগ্রামে মহেন্দ্রর সঙ্গে পিকআপের সংঘর্ষে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বাকলিয়া থানার এসআই রাজীব কান্তি জানান, রোববার সকালে বাকলিয়া থানার পাঁচ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিমুর রহমান বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
এসআই রাজীব বলেন, বহদ্দারহাট থেকে আসা মহেন্দ্রটির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের সংর্ঘষ হলে মহেন্দ্রটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির কাচ ভেঙে নাজিমের গলায় আঘাত লাগে।
তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান।
তিনি জানান, পকেটে পাওয়া পরিচয়পত্র থেকেই নাজিমের পরিচয় জানতে পারেন তারা।
মন্তব্য করুন
comments